মোঃ নওয়াব ভূইয়া রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার নূর মোহাম্মদ এর পৈত্রিক সম্পত্তির সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ৯ অক্টোবর নূর মোহাম্মদের মেয়ে মোসাঃ তানজিলা আক্তার বাদী হয়ে একই এলাকার মৃত শাহজাহানের ছেলে আল-মামুন (৩০), তুহিন (৪৬), আল-আমিন (৩৬), ফয়জুদ্দিনের ছেলে টিটু (৩৮), মামুনের ছেলে হাবিবের (২৩) বিরুদ্ধে রূপগঞ্জ থানা ও সেনাবাহীনির কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আল-মামুন, তুহিন ও আল-আমিনসহ তাদের সহযোগিরা নূর মোহাম্মদের পৈত্রিক সূত্রে মালিকানাধীন সাড়ে ১৭ শতাংশ সম্পত্তি দখল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর আল-মামুনের নেতৃত্বে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন, ছুরি, লোহার রড, হকস্টিক, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নূর মোহাম্মদের সম্পত্তির সীমানা প্রাচীর ভাংচুর করে বাঁশের খুটি স্থাপন করে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন হয়। এসময় নূর মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা নূর মোহাম্মদের পরিবারের সদস্যদের মাটিতে পূতে রাখবে বলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।