সোহেল কবির, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের পশি এলাকার স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্পে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। গতকাল ৫অক্টোবর শনিবার সকালে ২৫/৩০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকল্পের চেয়ারম্যান আরমান মোল্লা দাবী করেছেন। পুলিশ জানায়, রূপগঞ্জের পশি মৌজার আর এস-৮৪৬, ৮৪৭নং দাগের সাড়ে ৮৯ শতাংশ জমির সীমানা প্রাচীর দিয়ে স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্প ভোগদখলে করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ৫অক্টোবর শনিবার সন্ত্রাসীরা দা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা ও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রকল্প কার্যালয় আগুন দিয়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এসময় হাউজিং প্রকল্পের নিয়োজিত লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে প্রকল্পের চেয়ারম্যান আরমান মোল্লা বাদী হয়ে গোয়ালপাড়া গ্রামের আফাজউদ্দিন(৬৫), মেহেদী হাসান রকি(৩৭), কেয়ারিয়া গ্রামের মাহমুদ হোসেন টিটু(৪৮), সিডিমার্কেট এলাকার ইসরাফিল(৩৫) ও বনানী এলাকার ওয়াজিউল্লাহকে(৭৬) নামীয় ও অজ্ঞাত ২০/৩০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।