প্রকাশের সময় 11/10/2024
২০০৬ সালে আওয়ামী সরকারের দ্বারা লগি বৈঠার নৃশংস হত্যাকান্ড ও জুলাই-আগস্ট ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলে (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ পুল বাজার সংলগ্নে সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
সমাবেশে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, গত ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জামায়াতে নেতাকর্মীদের উপর নিপীড়ন চালায়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার মত ঘটনা তারা ঘটিয়েছিল। বিগত ১৫ বছর ধরে আ:লীগ সরকার এমন কোন অপকর্ম নেই যে তাদের দ্বারা সম্পন্ন হয়নি। তারা অপরাধী।
সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির কফিল আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল গফুর এর সঞ্চালনায় উক্ত সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথির বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইনসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।