প্রকাশের সময় 01/11/2024
হয়েছে। মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা দক্ষিণ পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম (বাল্লোক সরদার) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টার সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর তার স্ত্রী ৪/ ছেলে ও ২/ মেয়ে সহ আরও অনেক গুনিজন রেখে গেছেন। শুক্রবার ১ নভেম্বর সকালে ইতনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়দানে মরহুমের নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অফ অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় লোহাগড়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মিঠুন মৈত্র, ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাংবাদিকসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পূর্ণ করা হয়।