ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ”স্বৈরাচারী” খুনি শেখ হাসিনা পতনের এক মাস পূ্র্ণ হওয়ায় শহিদ ও আহতদের স্মরণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়াতে “শহীদী মার্চ” কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল (৫ টা ৩০ মিনিটে ) সময়ের দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে উপজেলার তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের (শহীদ মিনার চত্বর)এর সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি তারাটিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি।
বৈষম্যবিরোধী ছাত্র মোরশেদের সঞ্চালনায়, এ সময় বক্তব্য দেন মোঃ লিটন ,মাহিন , মোঃ শান্ত মিয়া, হাবিব , আবদুল্লাহ , হুমায়ূন আহমেদ , রুবেল , জাহিদ প্রমূখ। তারপর পার রামরামপুর ইউনিয়ন পরিষদের মানবতার চেয়ারম্যান সেলিম মিয়া জে কে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার পাশে থেকে ভালো কাজ করার জন্য উৎসাহিত ও আহ্বান জানান। বক্তারা ও চেয়ারম্যান সেলিম মিয়া জে কে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।