স্টাফ রিপোর্টার, শেরপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর পৌর অডিটোরিয়াম টাউন হলে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম কাসেমী হাফিজাহুল্লাহ। এসময় তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধকে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিরা সরকারি টাকা লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। এমন অবস্থায় এই বাংলাদেশকে ঢেলে সাজাতে হলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই। তাই ইসলামী আন্দোলনের সকল কর্মীদের একযোগে কাজ করতে হবে। সম্মেলনে ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সেক্রেটারী মুফতী ফখরুদ্দীন রাজী এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল হক, ছদর দ্বীনি সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল বাছির, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দীন, জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আজিজুর রহমান, মাওলানা মিরাজ উদ্দিন, জামিয়া ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মোঃ আঃ সাত্তার আজিজি। সম্মেলনে শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যায় শেরপুর পৌরসভার উপকণ্ঠে কসবা ভাটিপাড়ায় মারকাজুল উলুম হযরত সৈয়দ ফজলুল করিম (রহঃ) মাদ্রাসা মাঠে প্রধান মেহমান হিসেবে মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম কাসেমী ওয়াজ নছিহত করেন। এতে স্থানীয় উলামাগণ অংশগ্রহণ করেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।