এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, শেরপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে আগত ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা। প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের শেরপুর জেলা পুলিশ পক্ষে থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রশিক্ষনার্থীদের সাথে পরিচিতি পর্ব শেষে শেরপুর জেলা ও জেলা পুলিশ নিয়ে তৈরিকৃত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন এবং জেলা পুলিশের ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ Powerpoint presentation এ উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষনার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে পুলিশ বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা ও তাঁর অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। সেইসাথে দেশ ও জাতির কল্যাণে সকলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষনার্থীদের নিয়ে সরজমিনে পর্যবেক্ষণ পূর্বক সার্বিক বিষয়ে ধারণা প্রদান করা হয়। এ সময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।