প্রকাশের সময় 07/10/2024
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, শেরপুর শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার উদ্যোগে এান বিতরণ হয়েছে অদ্য ৭/১০/০২৪ ইং তারিখ রোজ সোমবার সময় বিকাল চার ঘটিকায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক,, আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী তিনি বলেন শেরপুর জেলা বি এন পির সন্মানিত সভাপতি সাবেক সাংসদ জননেতা Md Mahmudul Hoque Rubel ভাইয়ের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে তাতীহাটি ইউনিয়নের ছোট ভটপুর, ভটপুর, রানীশিমূল ইউনিয়নের বালিজুরী, পর্ব হালুয়া হাটি,পশ্চিম হালুয়া হাটি, চেঙ্গুুতাইর,সিংগাবরুনা ইউনিয়নের চুকচুকি সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়। উক্ত ত্রান বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ,শ্রীবরদী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু আবু সালে হোসাইন বাঁধন এবং শ্রীবরদী পৌরযুবদলের যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।