সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার উলিপুর-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- সৌরভ (১৯) ও প্লাবন (১৮)। সৌরভ উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের বক্কর আলীর ছেলে এবং প্লাবন একই এলাকার বকিয়ন আলীর ছেলে। উভয়েই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই মোটরসাইকেল আরোহী চিলমারী থেকে বাসার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌরভ মারা যান। প্লাবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটির বিষয়ে তদন্ত চলছে। ট্রাকটিকে এখনও আটক করা যায়নি। পরিবারের সদস্যরা আইনগত সহায়তা চাইলে তা প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।