প্রকাশের সময় 04/10/2024
সেলিম রেজা ঝালকাঠি প্রতিনিধি জামাল হাওলাদার ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলায়”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে – বৃহস্পতিবার “৩ ই অক্টোবর” সকাল ১০ টা থেকে শুরু করে উপজেলার” ৬ টি ইউনিয়নের পূজারীদের হাতে এ শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয় “যুক্তরাষ্ট্র নিউইয়র্ক দক্ষিন বিএনপির সভাপতি সেলিম রেজা’র সৌজন্যে কাঠালিয়া উপজেলার দুর্গাপুজার মন্ডপ গুলো পরিদর্শন করেন” মো. হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। বিশ্বে এ এক অনন্য নজির। এসময় শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্নেল আবঃ মোস্তাফিজুর রহমান, রফিক হাওলাদার, ডঃ জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত সাব্বির হোসেন,কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ হেলাল জমাদ্দার “সহ উপস্থিত ছিলেন কাঠালিয়া বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক’রা।