সন্ত্রাসী হামলায় আহত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের চিকিৎসার খোঁজ খবর নিতে ছুটে যান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
শুক্রবার রাত ও শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো এক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন মোঃ আকবর হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেনসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান তাঁরা। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন সহ অন্যান্য আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
আদমজীনগর কদমতলী এলাকায় থানা বিএনপি আয়োজিত জনসভা শেষ করে বাসায় ফেরার পথে শুক্রবার (১ নভেম্ববর) রাত ৭ টায় রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন, নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, একই ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মনা হোসেন ও বিএনপিকর্মী হানিফ।
আহত আল-আমিন জানান, জনসভা শেষ করে শিমরাইল মোড় থেকে আমরা রিক্সাযোগে সানারপাড় বাঘমারা বাসায় যাচ্ছিলাম। আমাদের বহনকারী রিক্সা নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়ি পার হয়ে রসুলবাগ পৌঁছলে কুদ্দুছ মোল্লার ছেলে স্বপন মোল্লার নেতৃত্বে ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের এলোপাথারি কুপিয়ে আহত করে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হামলার নিন্দা জানিয়ে বলেন, এ হামলার সঙ্গে যারা জড়িত তারা স্বৈরাচারী শেখ হাসিনার দোসর। তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।