প্রকাশের সময় 21/12/2024
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে গেছিলেন। ৫ তারিখ গণঅভ্যুত্থানের আগে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামসহ অন্যান্য অনেক দল ও ছাত্র জনতাদের নিয়ে আমরা আন্দোলন করেছি স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাসীদের কোন দল হয় না। আপনারা দলের নাম ব্যবহার করে নিজের আখের গুছানোর জন্য সন্ত্রাসী কার্যক্রম করবেন তা মেনে নেওয়া হবে না। সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলেকে ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ডের মাদানীনগরের মাদানী চত্বর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মুহা জাকির হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা আনাস এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা বিল্লাল হোসেন খান, থানা সভাপতি মুহা বিল্লাল হোসেন, সহ-সভাপতি মুহা ইসমাঈল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শামসুজ্জামান, থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, থানা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দীন, থানা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন তালুকদার (আদর) সহ ওয়ার্ড নেতৃত্ব বৃন্দ।