প্রকাশের সময় 26/10/2024
স্টাফ রিপোর্টার পিরোজপুর কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট এর সাউন্ড ব্যবসায়ী বায়জিদ এর কথা তিনি প্রকাশ্যে সাউন্ড ব্যবসায়ী হলেও লোক চক্ষুর আড়ালে সে একজন মুখোশধারী মাদক কারবারি ও চাঁদাবাজ তাঁর মাদক ব্যবসায় কেউ কখনো বাঁধা দিতে আসলে সে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেন নাম প্রকাশ না করায় কিছু সাউন্ড ব্যবসায়ী জানায় যে সাউন্ড সিস্টেম এর মাল বিক্রয় করার কথা বলে যেই মাল দেখাইয়া টাকা নিতো পরে সেই মাল দিতো না এবং তিনি এখন ফোন রিসিভ করেনা এখন হঠাৎ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে সে উধাও কোথায় আছে তা জানা যায় নাই এখন সাউন্ড ব্যবসায়ীরা বলেন এখন তাকে ফোন দিলে ফোন রিসিভ করে না বলছেন বাইজিদ এই রকম অনেক সাউন্ড ব্যবসায়ীর সাথে প্রতারণা করছে এখন তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান এ বিষয়ে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলে তারা নাম প্রকাশ না করায় বলেন যে বাইজিদ সাউন্ড ব্যবসার আড়ালে একজন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ আমাদের ছেলেপেলে ওর জন্য অনেক নষ্ট হয়ে গেছে আমরা কিছু বললে আমাদের ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়ে হুমকি ধামকি দিত আমরা এর এর সুষ্ঠু বিচার চাই যাতে অন্য কোন ছেলেপেলে আর নষ্ট না হয়