সিদ্ধিরগঞ্জে একদল মাদক ব্যবসায়ী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় তাদের হামলায় সুফিয়া (৬২) ও ফারজানা (২৫) নামে দুই নারী আহত হয়। পরে তারা ঘরের আলমারি ভেঙ্গে ১ ভরি ওজনের একটি চেইন, আট আনা ওজনের একজোড়া কানের দুল, ১ ভরি ওজনের দুটি হাতের রুলি ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। বুধবার পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী শিপলু, পলাশ, তানজিলা বেগম ও ইভাসহ অজ্ঞাত কয়েকজন বাগমারা এলাকায় হাসান ফকিরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটনায়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত ফারজানাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ন্থানীয়রা জানান, হামলাকারী শিবলু দুবার মাদক নিয়ে গ্রেপ্তার হয়েছে। মাদক ব্যবসার কারণে তার সাথে পুলিশের লোকজনের সাথে সখ্যতা হওয়ায় সে এলাকায় বেপরোয়াভাবে চলাচল করছে। এবং গড়ে তুলেছে একটি বিশাল মাদকের সিন্ডিকেট। এরফলে এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে।
আহত সুফিয়া ও ফারজানা জানান এ ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কাছে স্থানীয়দের জোর দাবি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত মাদক ব্যবসায়ী শিপলু তার দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হউক।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।