সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মিতালি মার্কেটে বিএনপির নাম ভাঙ্গিয়ে দোকান দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সন্ত্রাসী চাঁদাবাজ জহিরুল, বাদশা, মাসুম, জুয়েল রানা ও তাদের সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এসব সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও র্যাব-১১’র কার্যালয়ে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দোকান মালিক ইমরান, মনজুরুল, শাহেনা সুলতানা, মনি বেগম, তোফা, নূর হোসেন, আব্দুল মান্নান, নিজাম, সুলাইমান, আবুল খায়ের, কোহিনুর বেগম, জিয়া, বাবুল, বীরেন মন্ডল, রোজিনা বেগমসহ অর্ধ্ব শতাধিক ভুক্তভোগী। শনিবার (২৬ অক্টোবর) মিতালি মার্কেটে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, আমরা প্রায় ৪শত দোকান এর মালিক মিতালী সমিতির বরাদ্ধপত্র ক্রয় করিয়া মিতালী মার্কেট চালু হওয়ার পর হতে ২০ বছর যাবৎ ভোগ দখল করে ব্যবসা পরিচালনা করছি। গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিন রাতে সন্ত্রাসী, চাঁদাবাজ বাদশা, মাসুমসহ আরও ১৫/২০ জন সন্ত্রাসী পকৃতির লোক বিএনপির নাম পরিচয় দিয়ে ৮ ও ১৩ নং ভবনের দোকান গুলো দখল করে।
এতে আমরা বাধা দিলে ওই সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্র সুইচ গেয়ার, রানদা, চাকু, এসএস পাইপ দেখিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা দোকানদারদের বলে এখন থেকে তারা ভাড়া নিবে। এরপর থেকে অদ্যবদি পর্যন্ত তারা ভাড়া আদায় করছে।
এঘটনার পর আমরা (দখলকৃত দোকানের মূল মালিক) দোকান ছেড়ে দেয়ার অনুরোধ করলে সন্ত্রাসীরা আমাদের সাইনবোর্ড এলাকায় পূনরায় দেখতে পেলে বড় ধরনের ক্ষতি করাসহ প্রান নাশের হুমকী প্রদান করে। এরপর থেকে আমরা নি:স্ব অসহায় হয়ে প্রশাসনের শরনাপন্ন হয়ে এর কোন প্রতিকার না পেয়ে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করি।
এই বিক্ষোভ মিছিল থেকে ওই সব সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে আমাদের রক্ষা করতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।