বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান ইয়াসিন ডাকাতের আতঙ্কে রয়েছে গাড়ির ড্রাইভার হেলপাররা তিনি লাইসেন্সধারী দালাল, হাতান তিনগুণ টাকাও বকশীগঞ্জে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান।। বাণিজ্য মেলায় নকল পণ্যের ছড়াছড়ি । ভোক্তা অধিদপ্তরের অভিযানে লক্ষ টাকা জরিমানা ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৩তম বার্ষিকী জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের মিলাদ ও খাবার বিতরণ এনামুল হক স্বপন ও সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল কে হাসান আল মামুনের শুভেচ্ছা বকশীগঞ্জে ভোরের দর্পণের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।। শেরপুরে ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষনার্থী’র সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ব্রেকিং নিউজ
#নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান#ইয়াসিন ডাকাতের আতঙ্কে রয়েছে গাড়ির ড্রাইভার হেলপাররা#তিনি লাইসেন্সধারী দালাল, হাতান তিনগুণ টাকাও#বকশীগঞ্জে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান।।#বাণিজ্য মেলায় নকল পণ্যের ছড়াছড়ি । ভোক্তা অধিদপ্তরের অভিযানে লক্ষ টাকা জরিমানা#২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৩তম বার্ষিকী#জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের মিলাদ ও খাবার বিতরণ#এনামুল হক স্বপন ও সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল কে হাসান আল মামুনের শুভেচ্ছা#বকশীগঞ্জে ভোরের দর্পণের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।#শেরপুরে ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষনার্থী’র সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা#দিরাইয়ের সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল সাময়িকভাবে বরখাস্ত#সৌদি আরবে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র বনভোজন ও নাশিদ সন্ধ্যা#শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত#মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে মারামারি,আহত-১০ ‎#বকশীগঞ্জে এশিয়ান টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।#বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত আলেমদের পদচারণায় মুখরিত এলাকা#জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত#রক্ষী বাহিনীর অত্যাচারে ৭১ এর স্বাধীনতা ভোগ করতে পারেনি সাধারণ মানুষ ———নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির#রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।#ছাত্র আন্দোলনে রিপন হত্যা মামলার বাদীর বিরুদ্ধে চাদাঁবাজি, প্রতারনা ও সাবেক মেয়রকে হয়রানির অভিযোগ নিহতের স্ত্রী’র

সিদ্ধিরগঞ্জে মিতালি মার্কেটে জিম্মি ব্যবসায়ী মহল, সংঘবদ্ধ চাঁদাবাজদের টার্গেট ২০ কোটি টাকা

প্রতিবেদক এর নাম / ১১০ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

প্রকাশের সময় 11/01/2025

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহত্তর বাণিজ্যিক মিতালি মার্কেটের চারশতাধিক দোকান মালিক সঙ্গবদ্ধ চাঁদাবাজ চক্রের চাঁদাবাজি, হামলা, লুট ও দোকান বেদখলের আশংকায় আতংকে দিনাতপাত করছে। সঙ্গবদ্ধ ওই চাঁদাবাজ চক্রের দোকান প্রতি দাবিকৃত ৫ লাখ টাকা করে চাঁদা না দেয়ায় দোকানগুলো দখল করে লুটপাটের হুমকি ও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী মহল।
তাদের দাবি ওই চাঁদাবাজ চক্র মিতালি মার্কেটের ৮, ৯ ও ১৩ নং ভবনের চার শতাধিক দোকান মালিকদের কাছে দোকান প্রতি ৫ লাখ টাকা করে ২০ কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। চাঁদাবাজ চক্র ওই চাঁদার টাকা হাতিয়ে নিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে ম্যানেজ করায় তারা নিরব ভুমিকা পালন করছেন।
যার ফলে তাদের বিরুদ্ধে আদালতে পৃথকভাবে পাঁচটি চাঁদাবাজির মামলাসহ সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেও মুক্তি পাচ্ছেন না তারা। সবশেষে বাধ্য হয়ে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করায় বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছে ব্যবসায়ী মহল।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় মিতালি মার্কেটে মোট ১৩টি ভবনে ৬ হাজারের অধিক দোকান রয়েছে। মার্কেটের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম এসব দোকানের পজিশন বিক্রি করেন। পরে মার্কেট চালু হওয়ার পর পজিশন মালিকরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তাদের দোকান ভাড়া দেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিতালি মার্কেটের ৮, ৯ ও ১৩ নং ভবনের চার শতাধিক দোকান মালিকদের কাছে দোকান প্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন কমর আলী তার ছেলে মাসুদ ও বাদশা ও তার বাহিনী।
চাঁদা দিতে অস্বীকার করায় তারা বিএনপি নামধারী বহিরাগত কয়েক শতাধিক সন্ত্রাসী নিয়ে মার্কেটের তিনটি ভবন তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেন। এরপর থেকে জোর করে দোকানের ভাড়া নিয়ে যাচ্ছে ওই চাঁদাবাজ চক্র। ভাড়া না দেয়ায় অনেককে মারধর, হামলা ও লুটপাটের শিকার হতে হয়েছে।
একটি দোকানের মালিক আব্দুল মান্নান বলেন, মাসুদ ও বাদশা ও তার বাহিনীর বিরুদ্ধে আমরা দোকন মালিকরা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে অভিযোগ করেও আইনি সহায়তা পাইনি। ফলে নিরুপায় হয়ে ৫ জন দোকান মালিক বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে পৃথক পাঁচটি চাঁদাবাজির মামলা করি। মামলা করার পর থেকে চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাদের হুমকি ধামকি দিচ্ছে।
আরেক দোকান মালিক ইমরান হোসেন বলেন, আদালতে মামলা ও থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছিনা। ফলে চাঁদাবাদের বিচারের দাবিতে গত ৯ জানুয়ারি দুপুরে দোকান মালিকরা মার্কেটে বিক্ষোভ মিছিল করি। এসময় চাঁদাবাজরা আমাদের ধাওয়া দিলে আমরা মার্কেটে আশ্রয় নেই।
তখন তারা মার্কেটের সবগুলো প্রবেশ পথ বন্ধকরে তালা লাগিয়ে আমাদের আটকিয়ে রাখে। পরে সরকারি জুরুরি সেবা ৯৯৯ নাইনে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করেন।
এ ঘটনা দোকান মালিক আব্দুল মান্নান বাদী হয়ে মৃত আক্কাস আলীর ছেলে কমর আলী, তার ছেলে বাদশা, মাসুম ও ম্যানেজার রানার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নতুন আরেকটি লিখিত অভিযোগ করেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাসুম বলেন, পেষিশক্তি প্রয়োগ করে রফিকুল ইসলাম জোর করে আমাদের জমি দখল করে এসব ভবন নির্মাণ করেন। আমরা আমাদের জমি বুজে নিয়েছি। তাই আমাদের জমিতে নির্মিত মার্কেট ভবনও আমাদের। রফিকুল ইসলামের কাছ থেকে যারা পজিশন কিনেছে তারা অবৈধ মালিক।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, আগে একপক্ষ মার্কেটের দখলে ছিলেন। ৫ আগস্টের পর আরেক পক্ষ কমর আলী মার্কেটের জমি তাদের দাবি করে আসছে। কমর আলী পক্ষ জমির মালিক দাবি করছেন আর আব্দুল মান্নানগং সমিতির কাছ থেকে পশিজন কিনে দোকানের মালিক দাবি করছেন। ৯ তারিখে দোকান মালিকদের আটকিয়ে রাখার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর