প্রকাশের সময় 02/02/2025
সিদ্ধিরগঞ্জের হাটখোলা এলাকায় গত ১ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হয়েছে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
মোঃ জাহিদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমরা মোহামেডান সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিব।
বিশেষ অতিথি ছিলেন, ফারহানা রহমান ঝিনুক, মো. মজিবুর রহমান ও খোরশেদ আলম নাসির।
হিরাঝিল স্পোটিং ক্লাব বনাম রেনড্রপ স্পোটিং ক্লাবের মধ্যে রেনড্রপ স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
বিজয়ী দলের হাতে পুরস্কার ১২ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি শিরিন হাবিব৷
অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী শিরিন হাবিব বলেন, হাবিবুর রহমান হাবিবের অসমাপ্ত কাজ গুলো সমাজের সবাইকে সাথে নিয়ে সমাপ্ত করতে চাই। হাবিব একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। ছাত্ররা-তরুণরা লেখাপড়ার পাশাপাশি যদি ব্যাডমিন্টন খেলায় এগিয়ে আসে সে ক্ষেত্রে শিরিন হাবিব তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। বর্তমান প্রজন্মকে সামাজিক কর্মকান্ডের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।