প্রকাশের সময় 25/11/2024
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দিদার আলমের পরিবার এই কদমতলী এলাকার উন্নয়নে তাদের অংশীদার। এই পরিবারের সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্রবয়স থেকে। আমার প্রতিটি নির্বাচনে দিদার আলম নিজ থেকে দায়িত্ব পালন করেছেন। কদমতলী আদমজী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি অগ্ৰণী ভূমিকা পালন করেছেন।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে মার্চেন্ট ওয়ার্কারস উচ্চ বিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সভাপতি দিদার আলমের মৃত্যুতে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রয়াত দিদার আলমের পরিবারের আয়োজনে থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী, প্রয়াত দিদার আলমের ভাতিজা মোঃ শুভ, ওয়ার্ড বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান মাসুমসহ অনেকে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, প্রয়াত দিদার আলমের ছেলে আবির হোসেন, শান্ত, ওয়ার্ড কৃষক দলের সভাপতি সাগর বাবু, সাধারণ সম্পাদক মোঃ আকাশ, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন, শাহ্ আলম,
বিএনপি নেতা মাহিল মাষ্টার, মো. শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সানিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।