ধৃতঃ আসামিকে ২১(নভেম্বর) বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানা-পুলিশের মারফতে জানাযায়, ২০(নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমানের দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টার হাদী আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর থানার নিকটবর্তী এলাকায় এক বিশেষ অভিযান
পরিচালনাকরে জি আর ০৫/২৪,ধারা-৩৭৯/৪১১ দঃবিঃমামলার তালিকাভুক্ত পলাতক আসামি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী (উচাহাটি) গ্রাম নির্বাসী(বর্তমানে) জগন্নাথপুর উপজেলার গোয়ালগাঁও গ্রামে অবস্থানরত হাসিম মিয়ার পুত্র মোহন আহমদ(২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীকে যথা-যথ পুলিশ পাহারায় আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ জেল-হাজতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।