প্রকাশের সময় 20/02/2025
সুনামগঞ্জ প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড.নুরুল ইসলাম নুরুলের সমর্থনে কাঠইর ইউপির ১নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবার পরিচিত জেলা ছাত্রদলের সাবেক সফল আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে ধারাবাহিক প্রচারনা ও মতবিনিমিয় সভা অব্যাহত রয়েছে। এই আসনের এই দুটি উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩৫টি ওয়ার্ড স্থানীয় বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে স্ব স্ব এলাকায় ভোটারদের নিকট নুরুল ইসলাম নুরুলের পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাঠইর ইউপির ১নং ওয়ার্ডের রুস্তম আলীর সভাপতিত্বে ও কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আনোয়ার আলী,লুৎফুর রহমান,আশকর আলী,কামাল মিয়া,নবী হোসেন,আব্দুস সালাম,আলী নুর,শামসুল হক ও আব্দুর নুর প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল একজন ক্লিন ইমেজের তৃণমূলের নেতা। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম ও হুলিয়া মাথায় নিয়ে সরকারের অপকর্মের প্রতিবাদ করতে কেন্দ্রীয় নির্দেশ পালনে রাজপথ থেকে সরে যাননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ নুরুলের নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে হাজারো নেতাকর্মীদের নিয়ে সরব ছিলেন। কিন্তু দলে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিবাদের কিছু দোসরা এ্যাডভোকেট নুরুল ইসলামের জনপ্রিয়তার ঈষান্বিত হয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু সবাইকে মনে রাখা দরকার জনগন যার সাথে থাকেন তাকে শত ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না। বক্তারা আরো বলেন,এই অবহেলিত সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুরের) সর্বস্তরের জনসাধারনের ভাঁগ্যের পরিবর্তন করতে হলে এড. নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই। তৃণমূলের সাধারন দলীয় ও সহযোগিত সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারন মানুষের যেকোন দূর্যোগে নুরুল ইসলামকে পাশে পান বলে দাবী করেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এ্যাডভোকেট নুরুল ইসলামকে ধানের শীষের প্রার্থী করতে বিএনপির চেয়ারপার্সন,ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সর্বস্তরের জনসাধারন দাবী জানান।