ইমরান হাসান, ক্রাইম রিপোর্টার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার স্ত্রীসহ উক্ত পরিবারের আরও চারজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী বাহিনী দল। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯:৩০ ঘটিকার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের উলুকান্দা গ্রামে এই ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) তার স্ত্রী মোসাঃ আকলিমা (৩৫) মেয়ের জামাই শুভ (৩২) মেয়ের শ্বশুর ইসমাইল (৫০) মেয়ের শ্বাশুড়ি শিউলি (৪৫) মেয়ের দেবর রিফাত (৩০)। এঘটনায় আহত আলমগীর হোসেনের বড় ভাই জাহাঙ্গীর আলম সোহেল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন উলুকান্দা গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে (০১) মোঃ উজ্জল (০২) মনিরের ছেলে আসলাম ও আকাশ (০৩) উজ্জলের ছেলে জিসান (০৪) উজ্জলের মেয়ে আখি (০৫) উজ্জলের স্ত্রী বিউটি সহ আরও অজ্ঞাত ৬-৭ জন সন্ত্রাসী মিলিয়া আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনি জনতাবদ্ধে আমার ছোট ভাই আলমগীর হোসেনের মেয়ের শ্বশুরবাড়ির উঠানে অনধিকার প্রবেশ করিয়া তাহাদের হাতের লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়া আমার ভাই ও ভাইয়ের স্ত্রীসহ উক্ত বাড়ীর লোকজনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটাইয়া জখম করে। ০২ নং বিবাদী তাহার হাতে থাকা চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া আমার ভাইয়ের মাথার ডান পাশে গুরুতর জখম করে। ০৩ নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়া কোপ মারিয়া আমার ভাইয়ের স্ত্রী আকলিমার পেটে গুরুতর কাটা জখম করে। তখন তাদের রক্ষা করার জন্য আমার ভাইয়ের মেয়ের জামাই শুভ শ্বশুর ইসমাইল শ্বাশুড়ি শিউলি দেবর রিফাত আগাইয়া আসিলে বিবাদীরা তাদেরকেও এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটাইয়া জখম করে। একপর্যায়ে বিবাদীরা আমার ভাইয়ের মেয়ের বসত ঘরে প্রবেশ করিয়া আলমারীতে থাকা নগত দুই লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়া যায়। তখন আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা প্রকাশ্য খুন জখমের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় আমার ভাই সহ সবাইকে উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাদের শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে। এখন তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হইয়া চিকিৎসাধীন আছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।