প্রকাশের সময় 08/10/2024
মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ খ্রি. এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ টায় মোগড়াপাড়া হরিদাস গৌরগোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বিজয়ীদের অভিনন্দন ও পরাজিতদের জন্য শুভকামনা রেখে বলেন, সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সুশিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিজ তথা খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। হেরে যাওয়া মানে শেষ নয়। একবার হেরে যাওয়া মানে পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে সুযোগ পাওয়া।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণকে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ পাঠ্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোগড়াপাড়া হরিদাস গৌরগোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন এর প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন ।
সভাপতির বক্তব্যে এস এম আবু তালেব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পুরো সময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ সম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে করে বিজয়ী ও প্রতিযোগীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে।
এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।