ভোলা জেলার সাবেক বিএনপি'র সংসদ সদস্য ও চরফ্যাশন উপজেলা বিএনপি'র সভাপতি নাজিম উদ্দিন আলম এর বিরুদ্ধে ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামীর আত্মীয় স্বজনদের সাথে রাজনৈতিক ও পারিবারিক আলোচনা করার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলা ছাত্রদের সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী ভোলা জেলাধীন শশীভূশন থানা যুবলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান মাতাব্বরের ফুফু ও ভগ্নিপতির সঙ্গে আলোচনার একটি ছবি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা যায়,গত বৃহস্পতিবার (৫ জুন) চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ্জাক হত্যা মামলার এজাহারভূক্ত ১নং আসামী লোকমান মাতব্বরের আপন ফুফু ও আপন ভগ্নিপতি মামুন এর সাথে বিএনপি'র সাবেক সংসদ সদস্য ও চরফ্যাশন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি নাজিম উদ্দিন আলমের ঢাকা'র বাসায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল বিএনপি'র সকল নেতৃবৃন্দরা । এমন কান্ডে নিহত ছাত্রদল সভাপতি রাজ্জাকের পরিবার এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত! হত্যা মামলার আসামীর আত্মীয়স্বজনের সাথে আলোচনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার সৃষ্টি হলে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম তার ভেরিফাই ফেসবুক একটি স্ট্যাটাস দিয়ে লিখেন। ( মরহুম আলমগীর ডাক্তার বিএনপির নিবেদিত কর্মী তার বোন এবং তার ছেলে মামুন গতকাল সাক্ষাত করতে আসে।মামুন ও বিএনপির কর্মী তাদের ব্ক্তব্য তারা বিএনপি করে অনেক নির্যাতিত।আরও বলে ১৫ বছর আগে খুনি লোকমানের বোন বিবাহ করেছিলাম। তার বিয়ের অনেক বছর পর রাজ্জাক খুন হয়েছে। তাদের আবেদন আমরা বিএনপি পরিবার আমরা যেন শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারি।আমি বলেছি ঠিকআছে।পরে মামুন ও তার ফুফু একটি ছবি তুলেছে। এটাকে নিয়ে বিশেষ মহল বিভ্রান্ত ছড়াচ্ছে। রাজ্জাক আমাদের হৃদয়ের স্পন্দন।খুনি লোকমানের বিচার হবে ইনশাল্লাহ)। তার এই পোস্টে অনেকে হাস্যকর বলে মন্তব্য করে কমেন্ট করেছেন। প্রসঙ্গত, গত ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর কোরবানি ঈদের সময় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হয়,চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক। অন্যদিকে হত্যা মামলাটি এখনো আদালতে বিচারাধীন আছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।