প্রকাশের সময় 14/01/2025
এস এম পারভেজঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে লিফলেট বিতরণ কর্মমসুচি পালন করা হয়েছে। শুক্রবার বিকালে হরিনা চৌরাস্তায় লিফলেট বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাকেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনায়েদ খান, সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি সোহাগ খান। এসময় আরো উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাকিম শেখ, সহসভাপতি আহসান বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হারুন ছৈয়াল, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন গাজী, আলমগীর শেখ, মামুন ছৈয়াল, সৈয়দ হাওলাদার, জসিম দেওয়ান, জাহাঙ্গীর বেপারী, সদস্য মনির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইউসুফ বেপারী, সাধারণ সম্পাদক সবুজ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কাদির গাজী, ইউনিয়ন কৃষক দলপর সভাপতি খলিল গাজীসহ অন্যন্নরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তা, ফেরীঘাট ও হরিনা বাজারসহ ২ নং, ৩ নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।