!!! স্টাফ রিপোর্টার:মোঃইমরান। ঝালকাঠি কাঠালিয়া ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ কালিসংকর।৮ নং ওয়ার্ড। সরল হাওলাদার। পিতা সদানন্দ হাওলাদার। একই গ্রামের সাহিদা বেগমের মেয়ে মাহামুদা নামের মেয়েটি এই হিন্দু ছেলে সরল এর সাথে পালিয়ে গেছে। ছেলে এবং মেয়ে দু জনে অনেক দিন পালিয়ে ছিল। এরপর ২৩/৯/২৪/ তারিখ রাতে গোপনে বাড়ি আসে।একই এলাকার হিন্দুরা ওই রাতেই ছেলে এবং মেয়েকে তাড়িয়ে দেয়।এখন কোথায় পালিয়ে আছে জানা যায়নি।লোক মুখে জানা যায় সরলের বাবা একজন নাম করা ওজা তিনি মেয়েকে তাবিজ করে পাগল করছে।আরও জানা যায় মেয়ে অনেক বছর বিদেশ ছিল। মেয়ের অনেক টাকা ছিল।সব টাকা ছেলে এবং ছেলের বাবা নিয়েছে।এইসব ঘটনা এলাকার হিন্দু মুসলমান সবাই জানে।এমন কি এলাকার মেম্বার ও ঘটনাটি মোটামুটি জানে।মেয়ের মা পাগলের মতো মেয়েকে খুঁজছে।মেয়ের মা খুব অসহায় এবং গরীব টাকা নাই তাই থানায় ও যেতে পারছে না। এলাকাবাসী আর ও জানিয়েছে ছেলের বাবা সদানন্দ বলে মেয়ের মাকে তোমাকেও আমরা হিন্দু বানাবো। এলাকাবাসীর একটাই প্রশ্ন। এই মুসলিম মেয়ে টি কি হিন্দু হতে পারবে।আইনে আছে কি। এলাকার মুসলমানরা আরো বলেছে আমাদের মুসলমানদের বিবেক ধিরে ধিরে হারিয়ে যাচ্ছে। ইমানি শক্তি নাই বললেই চলে।তা না হলে কি ভাবে মুসলমান মেয়েকে নিয়ে একটা হিন্দু ছেলে পালায়।কোন প্রোসাশন অথবা সাংবাদিক ভাই যদি সু দৃষ্টি দিতেন তাহলে মেয়ের মা তার মেয়েকে ফিরে পেতেন। এলাকার মেম্বার লোকজন যারাই আছেন। তারা যতটুকু সম্ভব প্রশাসন ও সাংবাদিক ভাইদের সাহায্যে করার অনুরোধ জানিয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।