র্যাব-১৪ এর একটি দল কিশোরগঞ্জ জেলা সদরের হারুয়া সওদাগড় পাড়ায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ওমর মোহাম্মদ ফারুক(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাব-১৪ এর স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এক প্রেম বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বিক্রয়ের উদ্দেশ্যে এক ইয়াবা ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলা সদরের হারুয়া সওদাগড় পাড়ায় অবস্থান করছে, অভিযান চালিয়ে র্যাব-১৪- এর দল ওমর মোহাম্মদ ফারুক(৪৫) নামের ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। ইয়াবা ব্যবসায়ী অমর মোহাম্মদ ফারুক একই এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।
তিনি আরো বলেন, আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা কার্যক্রম চলছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।