নেত্রকোনার মদনে ৮ কেজি গাঁজা সহ হিরা মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশের একটি চৌকশ টিম। এসআই শরীফুল ইসলাম এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ মাধক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শনিবার ২০ এপ্রিল সন্ধ্যার দিকে মদন থানা উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হিরা মিয়া (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ হিরা মিয়া মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে।
মদন থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশে মাদক বেচার একটি সংবাদ পাই মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল শনিবার সন্ধ্যার দিকে অবস্থান করি। এমন সময় যুবক হিরা মাদক দ্রব্য গাঁজা নিয়ে পালানো চেষ্টা করলে হাতেনাতে ওই মাদক কারবারিকে গ্রেফতার করি।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, মাদক কারবারি হিরা মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।