প্রকাশের সময় 31/08/2024
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ৪ সপ্তাহ পর বিভিন্ন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই তালিকায় রয়েছে জাতীয় পার্টিও।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা ও মনিরুল ইসলাম মিলন।
জাতীয় পার্টি ছাড়াও যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিদল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে রয়েছে- খেলাফত মজলিসের দুই অংশ, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি), জাতীয়বাদী সমমনা জোট ও ১২ দলীয় জোট।
এর আগে গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, মাওলানা সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আলাদা আলাদাভাবে মতবিনিময় করে।