প্রকাশের সময় 27/08/2024
আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা এবং সাবেক গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
হারুন বিরুদ্ধে দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগের মধ্যে মঙ্গলবার এ আদেশ দিয়েছেন আদালত।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের হারুনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
কৃষ্ণপদ ও মোজ্জাম্মেল বাধ্যতামূলক অবসরে কৃষ্ণপদ ও মোজ্জাম্মেল বাধ্যতামূলক অবসরে পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।
পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা হারুন অবৈধ উপায়ে বিপুল সম্পদ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।