কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর অবমাননাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সভা করেছে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ছাত্র-জনতা। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর রাজারহাট শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ-প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য দেন,কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাও: মো: রেজাউল করিম সাইফি,উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাও: মো: ওমর ফারুক বিল্লাহ,রাজারহাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও: মামুনুর রশিদ,জেলা ছাত্র আনজুমানে আল-বাইয়্যিনাত এর সাধারণ সম্পাদক মাও: ক্বারী আহমদ তালুকদার,
ইনসাফ কায়েম কারি ছাত্র সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ মো: মাহমুদুর রহমান,অধিকার সচেতন ছাত্র সংগঠনের জেলা প্রচার সম্পাদক সোহানুর রহমান শামীম সহ অনেকে।
বক্তাগণ ভারতে রাসুল (সা:) কে অবমাননায় রামগিরি নামক মুশরিক কুলাঙ্গারের ফাঁসি সহ ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও: মো: মুরাদুল মুমিনিন জালালি ।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।