প্রকাশের সময় 06/11/2024
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে করে ৬ পুলিশ সদস্য এবং ৬ সেনা সদস্য আহত হন।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, দোকানিকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান। ওই সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। কিন্তু দোকানিকে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লোকজন যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবারও ইটপাটকেল ছুড়তে থাকে।
হামলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে সেনা সদস্য ও পুলিশের ওপর এসিড সদৃশ কেমিক্যালও নিক্ষেপ করে। দুর্বৃত্তদের হামলায় ৬ জন সেনা সদস্য এবং ৬ জন পুলিশ আহত হন।
আরও পড়ুন-
সবাই বাড়ির কাছে রেলস্টেশন চায় : রেলপথ উপদেষ্টা
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক কয়েকজনের মোবাইল ফোনে কিছু নির্দেশনা সম্বলিত স্ক্রিনশট পেয়েছেন তারা। এগুলো থেকে তারা মন্দির ভাঙচুর চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার পরিকল্পনা বিষয়ে জানতে পেরেছেন।
পরিকল্পিতভাবে মন্দির এবং মূর্তি ভাঙার তথ্য পাওয়ার পর হাজারী গলিসহ নগরীর অন্য এলাকার মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ।