প্রকাশের সময় 26/01/2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বলেছেন, অপসংস্কৃতি রোধে ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই।ইসলামী সংস্কৃতি যেমনভাবে মানুষকে সুসংহত করতে পারে, তেমনি অপসংস্কৃতি মানুষকে সমূলে ধ্বংস করে দিতে পারে। সংস্কৃতি যদি মানবতা ও নৈতিকতাবিবর্জিত হয় এবং ধর্মীয় নীতির অনুকূলে না হয়।
আমরা মুসলমান জাতি হওয়ার কারণে আমাদের শিষ্টাচার, সংস্কৃতিও হতে হবে ইসলামী। কোরআন-সুন্নাহ বহির্ভূত কোনো সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি বলা যাবে না। কোরআন-সুন্নাহর সীমানা ও চিরায়ত রীতির পরিপন্থি যা কিছু হবে সবই মুসলমানদের জন্য অপসংস্কৃতি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লায় সুর সংসদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে পাইনাদী নতুন মহল্লা হাজী শামসুদ্দীন উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে সাংস্কৃতিক উৎসবে সভাপতিত্ব করেন, সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন।
গাজী মনির হোসেন পাইনাদী এলাকার সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা চান।
মহল্লার পরিবেশ সুন্দর রাখতে ইভটিজিং, কিশোর গ্যাং সহ সকল ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে ইসলামী সাংস্কৃতি চর্চা করার আহ্বান জানান তিনি।
সাংস্কৃতিক উৎসবে প্রধান মেহমান ছিলেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।
উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বাইতুন নূর জামে মসজিদের সভাপতি হাজী আহমদ উল্লাহ, বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মুক্তার হোসেন, ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।
সুর সংসদ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবে ইসলামী গান পরিবেশনা, আবৃত্তি ও অভিনয় করেন।