প্রকাশের সময় 07/11/2024
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়দুর রহমান পিপিএম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
বুধবার মোহাম্মদপুরের গ্রীন সিটিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন– আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে
সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে পুলিশে বদলি হওয়ায় উনি মঙ্গলবারই সিলেট থেকে ঢাকায় এসেছিলেন।
তিনি ২০তম বিসিএস ব্যাচের একজন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। চাঁদপুরের প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আবু জাফর মইনুদ্দিনের বড় ছেলে জোবায়দুর রহমান বাবু।