প্রকাশের সময় 08/11/2024
বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন, ৫ আগস্টের পূর্বে আমাদের আন্দোলন ছিলো স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। এখন আমাদের লড়তে হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। ছাত্রদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও পরিপূর্ন ভাবে এখনো পূর্ন স্বাধীন হয়নি দেশ। শেখ হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোন ষড়যন্ত্রই আমাদের পরাস্ত করতে পারবেনা। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করবো।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতলব উত্তর উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এর মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বীরউত্তমকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব তুলে দেয়া হয় তাঁর কাঁধে। তিনি ছিলেন এই ঐতিহাসিক বিপ্লবের মহানায়ক। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সরকার, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক সরকার, বিএনপি নেতা অ্যাড. হারুন, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি বসির আহম্মেদ মোল্ল্যা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুনুর রসিদ, সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ সরকার।
এসময় ছেংগারচর পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।