শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

ব্রেকিং নিউজ
#বকশীগঞ্জে অটোরিক্সার ধাক্কায় পথচারীর মৃত্যু#বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিচার পতির সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের সাক্ষাৎ#আলা উদ্দিনের কারনেই হয়েছিল আইন শৃংখলার অবনতি#রূপগঞ্জে ইয়াবাসহ জিয়া মঞ্চ দলের নেতা গ্রেফতার#নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার।।#নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান#ইয়াসিন ডাকাতের আতঙ্কে রয়েছে গাড়ির ড্রাইভার হেলপাররা#তিনি লাইসেন্সধারী দালাল, হাতান তিনগুণ টাকাও#বকশীগঞ্জে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান।।#বাণিজ্য মেলায় নকল পণ্যের ছড়াছড়ি । ভোক্তা অধিদপ্তরের অভিযানে লক্ষ টাকা জরিমানা#২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৩তম বার্ষিকী#জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের মিলাদ ও খাবার বিতরণ#এনামুল হক স্বপন ও সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল কে হাসান আল মামুনের শুভেচ্ছা#বকশীগঞ্জে ভোরের দর্পণের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।#শেরপুরে ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষনার্থী’র সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা#দিরাইয়ের সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল সাময়িকভাবে বরখাস্ত#সৌদি আরবে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র বনভোজন ও নাশিদ সন্ধ্যা#শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত#মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে মারামারি,আহত-১০ ‎#বকশীগঞ্জে এশিয়ান টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।

ভয়াবহ বন্যা: আরও ৫১৫ টাওয়ার অচল, ব্যাহত টেলিযোগাযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার পড়া হয়েছে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
ভয়াবহ বন্যা: আরও ৫১৫ টাওয়ার অচল, ব্যাহত টেলিযোগাযোগ

প্রকাশের সময় 22/08/2024

প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা। বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্যাকবলিত এসব জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেলিযোগাযোগ সেবা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভি-স্যাটসহ বিকল্প উপায়ে প্রচেষ্টা চালানোর পরও অচল মোবাইল টাওয়ারের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টার তথ্যানুযায়ী, বন্যায় দেশের ১২টি জেলার ২ হাজার ২৫টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী ১১ জেলায় ১ হাজার ৫১০টি মোবাইল টাওয়ার অচলের তথ্য জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই হিসাবে নতুন করে আরও ৫১৫টি টাওয়ার অচল হয়ে পড়েছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বন্যার কারণে ১২ জেলায় মোবাইল টাওয়ার বা সাইট অচল হওয়ার তথ্য পাওয়া যায়। জেলাগুলো হলো- নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি।

বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মোবাইল টাওয়ার বা সাইট অচল হয়ে পড়েছে কুমিল্লায়। জেলাটিতে থাকা ২ হাজার ৫২৯টি টাওয়ারের মধ্যে ৬০৯টি অচল হয়ে পড়েছে। এখনো সচল আছে এক হাজার ৯২০টি। তবে শতাংশের হিসাবে বেশি খারাপ অবস্থায় রয়েছে ফেনী। ৭১ শতাংশ টাওয়ার অচল হয়ে পড়েছে। সেখানে থাকা ৬৫৬টি টাওয়ারের মধ্যে এখন ৪৬৬টিই অচল। মাত্র ১৯০টি টাওয়ার সচল রয়েছে।

খাগড়াছড়িতেও বেগতিক অবস্থা। জেলাটির ২০৮টি টাওয়ারের মধ্যে ৯৪টি অচল। সচল আছে বাকি ১১৪টি। মোট টাওয়ারের মধ্যে ৪৫ শতাংশই অচল হয়ে পড়েছে এ জেলায়। এছাড়া নোয়াখালীতে ৩৪৪টি, চাঁদপুরে ১২১, চট্টগ্রামে ১৯৪টি, লক্ষ্মীপুরে ৮৪টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২, মৌলভীবাজারে ৪২, সুনামগঞ্জে ২৪, রাঙ্গামাটিতে ৯, হবিগঞ্জে ৬টি টাওয়ার অচল হয়ে পড়েছে।

বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, বন্যাকবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি ভি-স্যাট প্রস্তুত রাখা হয়। এরমধ্যে ৫টি ভি-স্যাট ফেনীর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া টেলিকম অপারেটরদের সাইটগুলো সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎসংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিটিআরসি সমন্বয় করছে। টেলিকম অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রেখে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ (ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ইত্যাদি) রাখার ব্যবস্থা নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর