প্রকাশের সময় 29/08/2024
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ২৫ আগষ্ট গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনায় চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের লোকজন জড়িত আছে এমন বক্তব্য দেয়ায় কেন্দ্রিয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। এসময় তারা তার কুশপুত্তলিকা দাহ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডেমরা- কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় এ কর্মসুচি পালন করেন এলাকাবাসী।
এসময় বিক্ষুব্দ এলাবাসী তাদের বিরুদ্ধে কাজী মনির এমন অপমানজনক কথা বলায় এর তীব্র প্রতিবাদ জানান। তাকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে অবাঞ্চিত ঘোষনা করেন। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।