২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জে গ্রিন গার্ডেন চাইনিজে জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাৎবরণকারী নারায়ণগঞ্জ ৪০ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ও কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহীপরিষদ সদস্য,মাওলানা মঈন উদ্দিন আহমদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ ইকবাল হুসাইন ভূঁইয়া ইসলামিক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় পরিচালক,মাওলানা আব্দুল কাইয়ুম নায়েবে আমির নারায়ণগঞ্জ মহানগরী জামায়তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান বলেন, “শহীদরা যে কারণে জীবন দিয়েছেন, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। অতীতে কে কি করলো, তা নিয়ে প্রতিশোধ পরায়ন না হই। সবাইকে আল্লাহ তায়ালা হেদায়েত দান করুন। ন্যায় ও ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্ঠায় হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। আমরা ক্ষমতার মসনদের জন্য রাজনীতি করি না। এটা আমাদের দায়িত্বের অংশ।”
আমীরে জামায়াত বলেন, “রাজনীতিতে ভাগাভাগি নয়। এই মুহুর্তে আমরা চারটা কাজ করছি। প্রথম কাজ হচ্ছে- সমাজের শান্তি শৃংখলা ফিরিয়ে আনা। দ্বিতীয় কাজ হচ্ছে যারা শহীদ হয়েছেন তাঁদের পরিবারের দোয়া নেয়া। তৃতীয় কাজ হচ্ছে- যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাঁদের পাশে দাড়ানো। চতুর্থ কাজ হচ্ছে- আগামীর বাংলাদেশ বির্নিমানে আল্লাহর সাহায্য চাওয়া।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। আমীরে জামায়াত ৪০ জন শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।