প্রকাশের সময় 18/09/2024
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার এর নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল শোডাউন করে সমাবেশে অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, বন্দর থানা ছাত্রদল, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল, বন্দর উপজেলা ছাত্রদল, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল, তোলারাম কলেজ ছাত্রদল, কদম রসুল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।