প্রকাশের সময় 23/09/2024
মাহাবুব (লিটু),(কুড়িগ্রাম) সংবাদদাতা :
কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা ২৩ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়।
সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রানা, উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারন সম্পাদক জাকারিয়া মিঞা প্রমুখ।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামের দারিদ্রতা মোচনের জন্য এ অঞ্চলের বেকার জনগোষ্ঠিকে বিদেশে পাঠানোর উপর গুরুত্বারোপ করা হবে। সেই সাথে মাদক ও বাল্যবিবাহ নির্মূলসহ কর্মসংস্থান সৃষ্টিতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।