প্রকাশের সময় 05/10/2024
সোহেল কবির, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের পশি এলাকার স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্পে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। গতকাল ৫অক্টোবর শনিবার সকালে ২৫/৩০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকল্পের চেয়ারম্যান আরমান মোল্লা দাবী করেছেন। পুলিশ জানায়, রূপগঞ্জের পশি মৌজার আর এস-৮৪৬, ৮৪৭নং দাগের সাড়ে ৮৯ শতাংশ জমির সীমানা প্রাচীর দিয়ে স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্প ভোগদখলে করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ৫অক্টোবর শনিবার সন্ত্রাসীরা দা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা ও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রকল্প কার্যালয় আগুন দিয়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এসময় হাউজিং প্রকল্পের নিয়োজিত লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে প্রকল্পের চেয়ারম্যান আরমান মোল্লা বাদী হয়ে গোয়ালপাড়া গ্রামের আফাজউদ্দিন(৬৫), মেহেদী হাসান রকি(৩৭), কেয়ারিয়া গ্রামের মাহমুদ হোসেন টিটু(৪৮), সিডিমার্কেট এলাকার ইসরাফিল(৩৫) ও বনানী এলাকার ওয়াজিউল্লাহকে(৭৬) নামীয় ও অজ্ঞাত ২০/৩০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।