প্রকাশের সময় 07/10/2024
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালামের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বাদ জোহর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বন্দর টু চৌধুরী বাড়ি ও চিনারদী অটো স্ট্যান্ডের ড্রাইভারদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি আবুল কালামের সুস্থতা ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দর ১নং খেয়াঘাট গাউসুল আযম জামে মসজিদের ঈমাম মাওলানা আবু সুফিয়ান।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে বন্দর টু চৌধুরী বাড়ি ও চিনারদী অটো স্ট্যান্ডের ড্রাইভার সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।