প্রকাশের সময় 19/10/2024
স্টাফ রিপোর্টার মোঃ জামাল হাওলাদার নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের কাউখালী উপজেলায় কাঁচা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা এই কারাদণ্ড দেন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজিব খান ও মিন্টু ডাকুয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই নিষেধাজ্ঞা অমান্য করে কাউখালী উপজেলার কাঁচা নদীতে ইলিশ স্বীকার করেছেন অসাধু জেলার এমন খবরে রাতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই দুই জেলেকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে ইলিশ শিকারের ব্যবহৃত তিন হাজার মিটার জাল জব্দ করা হয় পরে রাতে আটকরে ২ ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে