প্রকাশের সময় 19/10/2024
নিজস্ব প্রতিনিধিঃএ,কে,এম নির আলম নয়ন জামালপুরের বকশিগঞ্জে বিয়ে বাড়ীতে চাঁদা দাবী করেছেন একই এলাকার বাসিন্দা সমন্বয়ক পরিচয়ধারি শাহরিয়ার সুমন। গত ১৮ই অক্টোবর শুক্রবার রাতে বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের খা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। শাহরিয়ার সুমন জামালপুরের গন অধিকার পরিষদের সহসভাপতি ও বকশিগঞ্জ ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় বহন করে আসছে। জানা যায়, মেরুরচরের খা পাড়ায় দুই পরিবারের সম্মতি ক্রমে বিবাহের প্রস্তুতি চলে, এ সময় শাহরিয়ার সুমন সহ তার সহযোগী বেশ কিছু ছেলেদের নিয়ে বিয়ে বাড়ীতে হাজির হয়। এক পর্যায়ে তারা এক লাখ টাকা চাঁদা দাবী করে, না দিলে এই বিবাহ বাল্য বিয়ে হিসেবে চালিয়ে দিবে এবং প্রশাসনকে ফোন দিয়ে ধরিয়ে দিবে এই মর্মে তাদের কে হুমকি দেয়,এবং আরো বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়, দর কষাকষির এক পর্যায়ে তারা সুমনের হাতে ৬ হাজার টাকা তুলে দেয় কনে পক্ষ।শাহরিয়ার সুমন তাতে অস্বীকৃতি জানায় এবং বলে পোলাপানদের বিদায় করতে ৩০ হাজার লাগবে, শাহরিয়ার সুমন একই এলাকার সোনা মিয়ার ছেলে। এসময় কনের বড় ভাই বকশিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ফোন দেয়,এবং ঘটনাস্থলে সমন্বয়ক রাশেদুজ্জামান রাজু,সাদ সহ ৬/৭ জন বিয়ে বাড়ীতে উপস্থিত হন। বকশীগঞ্জে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলের উপস্থিতি লক্ষ করে একটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় ভুয়া সাংবাদিক,সমন্বয়ক পরিচয়দানকারী চাঁদাবাজরা। তাদের পালিয়ে যেতে সহায়তা করেন শাহরিয়ার সুমন,তখন এলাকাবাসীর তোপের মুখে পরে সুমন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যে বিয়ে বাড়ী ত্যাগ করেন শাহরিয়ার সুমন ও এলাকার অন্যান্য সাধারন মানুষ,তবে এলাকাবাসীর দাবি, ভুয়া পরিচয়দানকারি শাহরিয়ার সুমনকে গ্রেফতার দাবি জানান।