প্রকাশের সময় 24/10/2024
বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি \ জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, ৪ আগষ্ট বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থাপনা ও বিএনপির যুবদলের কার্যালয় ভাংচুরের বিষয়ে ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি নাশকতার মামলা হয়। ১৩৯ জন নামীয় আসামীর মধ্যে মেরুরচর ইউপি প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ১১৪ নম্বর আসামী। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে আদালতে সোর্পদ করে।