প্রকাশের সময় 23/11/2024
আড়াইহাজার থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল উদ্ধার করেছে। শনিবার (২৩ নভেম্বর ) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকার একটি ব্রিজের নিচ থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের নিকট গোপনে খবর আসে নয়নাবাদ ব্রিজের নিচে একটি রাইফেল পড়ে আছে। এই খবরের ভিত্তিতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ এম, এম চায়না রাইফলেটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অস্ত্রটি দেখে মনে হচ্ছে এটি পুলিশের । আসলে অস্ত্রটি কোন থানার তা বলা যাচ্ছে না। এই নিয়ে তদন্ত চলছে।