প্রকাশের সময় 09/01/2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক মামলার আসামি সন্ত্রাসী মাসুদ, বাদশা ও রানাসহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে মিতালী মার্কেট দোকান মালিকরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ডস্থ মিতালী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে।
এসময় বিক্ষোভ-মিছিলকারীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মার্কেটের ৮নং ভবনে প্রবেশ করলে মার্কেটে দায়িত্বরতরা মার্কেটের সকল ফটক তালাবদ্ধ করে
দেয়। এতে বিক্ষোভকারীরা ঐ মার্কেটে অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে পুলিশে খবর দিলে প্রায় আধাঘন্টা অবরুদ্ধ থাকার পর ঘটনাস্থলে পুলিশ এসে অবরুদ্ধদের বের করে।
বিক্ষোভকারী দোকান মালিক আব্দুল মান্নান বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভাড়া গ্রহণ করে আসছে। বিগত ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা জানতে পারি, মিতালী মার্কেটের ৮নং ভবনের প্রকৃত মালিক অভিযুক্তরা না।
তাই আমরা তাদেরকে আর ভাড়া প্রদান করতে চাই না। তাছাড়া তারা একাধিক মামলারও আসামি।
সাইফ সাঈদ বলেন, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি। এসময় অভিযুক্তরা আমাদেরকে মার্কেটে প্রায় আধাঘন্টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে আমরা থানায় ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) জাকিরুল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, দুই পক্ষই মার্কেটের মালিকানা দাবি করছে।
এ নিয়েই তারা ঝামেলায় জড়িয়েছে। তাদেরকে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।