প্রকাশের সময় 11/01/2025
বাংলাদেশ সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ২নং চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে কৃষকদলের সমাবেশ।
শনিবার(১১ জানুয়ারী) বিকালে বাংলাদেশ সংখ্যা গরিষ্ট কৃষকরা সানন্দবাড়ি ডিগ্ৰী কলেজ মাঠ প্রাঙ্গনে কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি্ আজিবার রহমান আকন্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ শাহ মোঃ মনিরুল রহমান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ্র, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ হাবিব (পলিন), বকশীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মাষ্টার, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান মাষ্টার, যুবদলের আহবায়ক মজিবুর রহমান, যুবদলের সদস্য সচিব বাবুল আক্তার, ছাত্রদলের সভপতি ছামিউল ইসলাম, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রিপন পরিচালনা করেন কুষকদলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিএনপি ও অঙ্গ সংগঠন ও কৃষক দলের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। কৃষকদলের সমাবেশ সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য জামালপুর ১ আসনের সাবেক সংসদ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মাটি ও মানুষের নেতা উন্নয়নের নক্ষত্র, নয়নের মণি,এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রধান অতিথি বক্তব্য বলেন, বাংলাদেশ একটি কৃষি দেশ, কৃষকরা ভালো ফসল উৎপাদন করে ন্যায্য দামে বিক্রি করতে পারে বলে, তিনি এই প্রত্যাশা কামনা করেন। মাটি ও মানুষের কৃষি দেশ, আমাদের এই সোনার বাংলাদেশ।