প্রকাশের সময় 17/01/2025
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই গণঅভ্যুথানে ছাত্র-জনতা ছিলেন। যারা থাকতে পারে নাই তারা ঘরে বসে দোয়া করেছে। আল্লাহ অধিকাংশ মানুষের দোয়া কবুল করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে ফতুল্লা মাহমুদ পুর এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, স্বৈরাচার শুধু পতন হয়নি, স্বৈরাচার প্রান ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের কাছে বিএনপি এখন অনেক বড় আশা ভরসার জায়গা তৈরী হয়েছে। দেশকে লুটপাট করে, মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার, দেশের অর্থনীতিতে ধ্বংস করে গেছে। এই অবস্থায় বিএনপি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা মানুষের এই ধরণের অত্যাচারকে উপলব্ধি করে কাজ করছি, স্বৈরাচারের ধ্বংস করা এই দেশকে কিভাবে পুণঃউদ্ধার করা যায়। আমরা এখন ক্ষমতায় নেই, বর্তমানে সরকার ক্ষমতায় আছে অর্ন্তবর্তী কালীন সরকার। এই সরকার যাতে সফল হয় তার জন্য আমরা তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। স্বৈরাচার পতন হওয়ার পর বিদেশে থেকে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও নজরুল ইসলাম মেম্বারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড্যাঃ আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস,এম,আসলাম, এ্যাডঃ মাসুদুজ্জান মন্টু,সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, এনায়েত ইউনিয়ান বিএনপির সভাপতি এ্যাডঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শাহজালাল কালু, কুতুবপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আবু জাফর প্রমূখ।