প্রকাশের সময় 25/01/2025
আড়াইহাজারে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন। তিনি শনিবার সকালে ও শুক্রবার রাতে গোপালদী পৌরসভার বিভিন্ন বাড়ি এবং আশ্রয়ন প্রকল্পে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
শুক্রবার রাত ৯ টার দিকে তার ঘরের দরজায় হাজির হলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বাহির থেকে ডাক দেন ঘরে কেউ আছেন। অনেকক্ষণ পর ঘর থেকে বেরিয়ে আসলেন বৃদ্ধা তিব্বত মিয়া । তিনি মনে করেছিলেন এতো রাতে কেউ তাকে ডাকার কথা নয়। তারপরও শীতের রাতে অনেকটায় আতঙ্ক নিয়ে বিছানা ছেড়ে দরজা খুলেই সে হতবাক। তার সামনে দাঁড়িয়ে আছেন ১ জন মানুষ। হাতে রয়েছে কম্বল। তখন এসিল্যান্ড বললেন আমি আপনাদের এসিল্যান্ড। পরে তিনি শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।
এর পর তিনি গোপালদী পৌরসভার বিভিন্ন বাজারে—রাস্তা—ঘাটে ছিন্নমূল মানুষের নিকট শীত বস্ত্র বিতরণ করেন। শীতার্ত মানুষরা এসিল্যান্ডকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছেন।