প্রকাশের সময় 01/02/2025
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আইরমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজমল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
০১ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ২.০০ ঘটিকার সময় আইরমারী জামিউল উলুম কওমি ও নূরানী মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা আজমল হকের কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার শেষে জানাযা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহাম্মেদের নেতৃত্বে জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এ সময় সালাম গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালন করেন।
গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা আজমল হক কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক কবরস্থানে দাফনের পূর্বে বীরমুক্তিযোদ্ধা আজমল হকের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গাজীউর রহমান মোল্লা, বকশীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কামরুজ্জামান সুজন, বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা আজমল হক পেশাগত জীবনে বকশীগঞ্জ সাব রেজিস্টার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাত ১১ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর তিনি ০১ স্ত্রী, ০২ পুত্র ০৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।